মিরসরাইয়ের হিঙ্গুলীতে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার উদ্দেশ্যে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ খোকন প্রকাশ শামসুদ্দিন (৩৬)। সে ফেনী সদর উপজেলার লেমুয়া গ্রামের ভোলা মিয়া বাড়ির মফিজুর রহমানের পুত্র।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে মেহেদীনগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
জানা যায়, গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের আকবর আলী মিয়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২৫ নভেম্বর বুধবার সকালে নুর মোহাম্মদ খোকন প্রকাশ শামসুদ্দিন তার মুঠোফোন (নম্বর -০১৮৬২-৫৮১৬১০) থেকে বাড়ির মালিক আব্দুল কাদিরকে কল দিয়ে তার বসতঘর পুড়ে গেছে কিনা জানতে চায়। তখন শামসুদ্দিন বলেন, ফাহমিদা যেখানে থাকিবে সেখানে আমি আগুন জ্বালিয়ে সব পুড়িয়ে ফেলবো এই বলে তার মুঠোফোন বন্ধ করে দেয়।
এই ঘটনায় বাড়ির মালিক আব্দুল কাদির বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ফেনী সদর উপজেলার লেমুয়া গ্রামের ভোলা মিয়া বাড়ির মফিজুর রহমানের পুত্র নুর মোহাম্মদ খোকন প্রকাশ শামসুদ্দিন ও তার স্ত্রী মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের ফাহমিদা আক্তারকে (৩০) আসামি করে লিখিত অভিযোগ দায়ের করলে ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকালে জোরারগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, নুর মোহাম্মদ খোকন প্রকাশ শামসুদ্দিন ও ফাহমিদা আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। দীর্ঘ ৪ বছর আগে সামাজিকভাবে তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকে তারা আব্দুল কাদিরের ভাড়া বাসায় থাকেন। বিবাহের পর কিছুদিন ভালো কাটলেও তার পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব ও মনোমালিন্যের সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে প্রায় ঝগড়াঝাটি হতো এবং শামসুদ্দিন তার স্ত্রী ফাহমিদাকে বেধড়ক মারধর, শারীরিক ও মানসিক নির্যাতন করে। তাদের এই দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। উভয়ের মধ্যে বনিবনা না হওয়ার কারণে ভাড়া বাসায় শামসুদ্দিন উচ্চ বাক্যে তার স্ত্রী ফাহমিদাকে বসতঘরে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি প্রদান করতো। অগ্নিকাণ্ডের ঘটনার দিন শামসুদ্দিন ভাড়া বাসায় এসে ফাহমিদা আক্তারকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার মারাত্মক হুমকি প্রদান করে। রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সকালে কল দিয়ে ঘটনা জানতে চায়।
এ ব্যাপারে বাড়ির মালিক ও অভিযোগকারী আব্দুল কাদির বলেন, শামসুদ্দিন ও ফাহমিদার দ্বন্দ্বের জেরে আমার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করি। এতে আমি বিশাল ক্ষতিগ্রস্ত হই। এদের উপযুক্ত শাস্তি ও আমার যথাযথ ক্ষতিপূরণ চাই।
জোরারগঞ্জ থানার এসআই রতন কুমার বলেন, আব্দুল কাদিরের অভিযোগের প্রেক্ষিতে নুর মোহাম্মদ খোকন প্রকাশ শামসুদ্দিনকে আটক করা হয়েছে। ঘর পোড়ানো মামলা নং-২৩ (২৬-১১-২০) এন্ট্রি করে এবং ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।