অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- “সবত্র আমরা মানবতার সেবায়”এই স্লোগানকে সামনে রেখে হিলফুল ফুযুল যুব কাফেলা একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন সদস্যরা রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজার, কে.পি.এম.টিলা, স্বর্ণ টিলা, সাদেক মাষ্টার টিলা, ঢাকাইয়া কলেনী,বাস ষ্টেশন , শিল্প এলাকা, জাকির হোসেন স’মিল,শিলছড়ি,চিৎমরম,আবসার টিলা এতিম মাদরাসা শিক্ষার্থী সহ অসহায়,দুস্থ, গরিবদের ৫০টি পরিবারের মাঝে রোববার (৩ জানুয়ারি) বেলা ১২টায় শীত সামগ্রী বিতরণ করেছে হিলফুল ফুযুল যুব কাফেলা পরিবার।
এইসময় হিলফুল ফুযুল যুব কাফেলা পরিবারের সদস্যরা ৫০ জন পরিবারের নিকট গিয়ে শীত সামগ্রী (শাল ও।শীতের ক্রিম) ইত্যাদি সামগ্রী তুলে দেন।
এইসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ আসিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন তালিব, সহ ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হোসেন তানভীর সহ সকল সদস্য বৃন্দ।
এসময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আসিফুল ইসলাম জানান, আমাদের এই কার্যক্রম চালু থাকবে। যেকোনো জায়গা থেকে যেকোনো সময় আমাদের সংগঠন থেকে অসহায়দের সাহায্যে এগিয়ে আসব।