বোয়ালখালী ( চট্টগ্রাম ) সংবাদদাতা :
চট্টগ্রাম বন্দরে পিয়নের চাকরী করে আনোয়ারুল আজিম প্রতিদিন বোয়ালখালীর পশ্চিম শাকপুরা থেকে আসা যাওয়া করতে হয়। তার বাড়ি থেকে অফিস যাওয়া পর্যন্ত যাওয়ার খরচ পড়ে লোকাল বাসে করে ৩৫ টাকা আর অফিস শেষে বাড়ি যাওয়ার খরচ পড়ে ৬০ একই পথ ডাবল খরচ কেন প্রশ্ন করলে উত্তরে সে হতাশাজনক ভাবে জানায়, সন্ধ্যা হলে শহর থেকে যে অটো টেম্পু বা সিএনজি টেক্সী বোয়ালখালী যাতায়াত করে তা ভাড়া বাড়িয়ে দিগুন করে ফেলে চালক।
সরেজমিনে দেখা যায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এবং বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে টেম্পু এবং সিএনজি টেক্সী নিয়মিত যাতায়াত করে। এসব জায়গার ভাড়া যথাক্রমে বহদ্দারহাট থেকে টেম্পু করে উপজেলা সদর পর্যন্ত ২৫ টাকা। আর সন্ধ্যায় হয় ৪০ টাকা। একই অবস্হা সিএনজি টেক্সীর ও। এদিকে কাপ্তাই রাস্তার মাথা হতে উপজেলা সদর পর্যন্ত টেম্পু ভাড়া ১৫ টাকা হলেও বেলা বাড়ার সাথে সাথে ২৫/৩০ করে ফেলে চালকরা। আবার সন্ধ্যা হলে যানবাহন সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করে এরা।
এ নিয়ে প্রতিদিন সন্ধ্যা হলেই চালক যাত্রীদের বাকবিতণ্ডার সৃষ্টি হয় বলে জানালেন প্রতিদিন যাতায়াতকারী আর একজন চাকরীজীবি হাসান, তিনি আক্ষেপ করে বলেন চাকরির অর্ধেক টাকা আসা যাওয়ার মধ্যে খরচ করতে হয়। প্রশাসনের লোকজন এ বিষয়ে অবগত থাকলে ও তেমন কোন ব্যবস্হা নেয়না।