llরিপন ওঝা,মহালছড়িll
মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়সেনপাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয় মাঠ ২জানুয়ারি ২০২১ ইং তারিখে কনিকা রক্ত দান সংগঠনের পক্ষ থেকে সেচ্চাব্রতি উজ্জীবিক ফোরাম এর সহযোগিতায় ২৫০জন সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে কম্বল,মাস্ক,ভ্যাসলিন বিতরণ ও ১০০ এর অধিক জনকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে প্রভাষক-হিসাব বিজ্ঞান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ এবং আরোও উপস্থিত ছিলেন জনাব মো হুমায়ন করিব, ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং কনিকা রক্ত দান সংগঠনের সভাপতি মোঃ মইন আলী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।