মোঃ সিরাজুল মনির,চট্টগ্রাম ব্যুরো।
চট্টগ্রাম চান্দগাঁও বি ব্লক আবাসিক এলাকা কল্যান সমিতির নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২১ এ বি ব্লক অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সমিতির প্রয়াত সভাপতি হাসান মাহমুদ চৌধুরী করোনায় আক্রান হয়ে মৃত্যবরণ করায় সভাপতির পদ খালি হওয়াতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী এ নির্বাচনের অন্যতম প্যানেল হলো বর্তমান কমিটির ২য় সহ সভাপতি আলহাজ্ব আহসানুল করিম – ইন্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল প্যানেল। চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য এনএফএল প্রপাটিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আহসানুল করিম সভাপতি নির্বাচিত হয়ে এ এলাকাকে মডেল এলাকায় রুপান্তর করার অঙ্গীকার করে বলেন, গত কমিটির সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি সচ্ছতা মধ্য দিয়ে। আগামী নির্বাচনে সভাপতি নির্বাচিত হলে চান্দগাঁও বি ব্লক আবাসিক এলাকাকে চট্টগ্রামের শ্রেষ্ঠ আবাসিক হিসাবে উপহার দেয়ার অঙ্গীকার করি ভোটারদের কাছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, গত কমিটির সদস্যরা এ আবাসিক এলাকায় অনেক কাজ করেছে। সুন্দর একটা আবাসিক এলাকা করার জন্য গত কমিটির প্রয়াত সভাপতি অনেক পরিকল্পনা গ্রহণ করেছিল। সেসব পরিকল্পনা অনুযায়ী আহসানুল করিম- ইসমাইল কাজ করতে পারবে বলেও অনেকের ধারনা।