রাঙ্গামাটি নিউজ ডটকম
খাগড়াছড়ি হতে ঢাকা সড়কের নতুন সংযোজন বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের মহাজনপাড়া এলাকায় কেক কেটে গ্রীন লাইন কোচের কাউন্টার উদ্বোধন করা হয়। প্রথমবারের মতো চালু হয়েছে বিলাসবহুল গ্রীন লাইন পরিবহনের নৈশকালীন কোচ।
এ সময় অতিথি হিসেবে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম,ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম উপস্থিত ছিলেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যাম অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার এবং গ্রীন লাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস ছাত্তার প্রমুখ।
প্রতিদিন ঢাকা থেকে দুইটি কোচ খাগড়াছড়ি যাতায়াত করবে। প্রতি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২’শ টাকা। এখন থেকে প্রতিদিন রাত ১০ টা এবং ১০ টা ১৫ মিনিটে দুইটি নৈশকোচ খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে চলাচল করবে।