চট্টগ্রাম ব্যুরো।
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ৩ নং ওয়ার্ডের শহীদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
আজ দ্বিতীয় দিনে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যবই বিতরণ করেন তানভীর এগ্রো লিমিটেডের পরিচালক ও সাংবাদিক মোঃ সিরাজুল মনির। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুক্তা আক্তার, সিনিয়র শিক্ষক সায়েদুল ইসলাম, শিক্ষক মোঃ সালাউদ্দিন, শিক্ষক ওয়াহিদ প্রমূখ।
এ শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দ প্রকাশ করেন। অভিভাবকরা বলেন নতুন বই পেয়ে তাদের সন্তানেরা নতুন ভাবে পড়ালেখায় মনোযোগী হবে। তারা করোনা পরিস্থিতি বই বিতরণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।