নিউজ ডেস্ক :
জাপান বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ এগ্রো বিজনেস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি, পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় নিউজ পোর্টাল রাঙ্গামাটি নিউজ ২৪ ডটকমের চট্টগ্রাম ব্যুরো প্রধান , তানভীর এগ্রো লিমিটেডের কর্ণধার মোঃ সিরাজুল মনির ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা ভাইরাসের মাঝেই একটি বছর কেটে গেল। সকল বিভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মানবজাতির কল্যানে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী দিনগুলো করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা পালনের কোন বিকল্প নেই।
তিনি বলেন, মানবজাতির এ দুর্সময়ে একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে। যে যে অবস্থান আছে স্ব স্ব অবস্হান থেকে মানবকল্যানে এগিয়ে আসতে হবে। সকলে এক হয়ে দেশ ও মানুষের কল্যানে কাজ করার আহবান জানান তিনি।