(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজারে ৩১ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় প্রশাসন কর্তৃক নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়ে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময়ে নির্বাহী কর্মকর্তা বলেন প্রতিটি কসমেটিকসসহ সকল দোকানের চৌকাঠের বাইরে জুতার মালা যেন না টাঙ্গানো না হয়,মুদি দোকােনর মালপত্র বাইরে এনে সাজানো যেন হয়।
প্রায় দোকানের ব্যবসা প্রতিষ্ঠানে টেবিল,টুল, চকি রেখে মাল সাজিয়ে রেখে দোকান পরিচালনা করায় ২৩ ব্যবসায়ীকে ২০ (বিশ) হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন এই রকম ভ্রাম্যমান আদালতের কার্যক্রম প্রতি সপ্তাহে পরিচালনা করার সকলকে জানান। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ কয়েকজন উপস্থিত ছিলেন।