বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০মে) বিকালে বান্দরবান জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এর আগে মাঠে তরুনীদের অংশগ্রহনে গান ও নৃত্যানু্ষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মধ্যখানে করোনা ভাইরাসের কারণে খেলাধূলা বন্ধ ছিল। এখন খেলাধূলা আবারো জাগরন শুরু হয়েছে। মাঝখানে মাঠটিও জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। বর্তমানে মাঠটিতে সৌন্দর্য্যর রূপ ফিরে পেয়েছে। এ সময় তিনি সকলকে খেলাধূলায় আরো মনোযোগী হবার আহবান জানিয়ে বলেন, শুধু ফুটবলই নয়, অন্য খেলাধূলার প্রতিও সকলকে আগ্রহী করতে হবে।
আজ প্রথম দিনে চকরিয়া শেখ জামাল ক্লাব ৩-০গোলে ফেনী জেলা ফুটবল দলকে পরাজিত করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, সদস্য সচিব লক্ষীপদ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শেখ ছাদেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম, বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান, নারী ক্রীড়া সংগঠক নিনিপ্রু প্রমুখ। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা এবং বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ৮টি টিম অংশগ্রহন করবে। ২৮মে খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।