এম.এস.কে.খোকা
লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন কলাউজান ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের অফিশিয়াল টি-শার্ট উন্মোচন উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ও ফ্রি মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় কলাউজান হিন্দুর বাজারে অনুষ্ঠিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সভাপতিত্ব করেন কলাউজান ব্লাড ডোনার্স অ্যাসোশিয়েশনের প্রধান সমন্বয়ক এম এ ছিদ্দিক।
এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দরগাহ মুড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কাজী শিহাব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সবসময় যেকোন মানব কল্যাণমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখবে।
সমন্বয়ক এম এ ছিদ্দিক বলেন, লোহাগাড়া উপজেলায় ব্লাডের প্রয়োজন হলে যেকোন সময় কলাউজান ব্লাড ডোনার্স এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান এবং তরুণদেরকে মানব কাজে এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি নরুল ইসলাম বলেন, তরুণদের এই মানব সেবামূলক কাজ প্রসংশার দাবিদার এবং সংগঠনের কাজকে আরো গতিশীল করতে সবাইকে এগিয়ে আসতে হবে ।
এছাড়াও অনুষ্ঠানে কলাউজান ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন৷