দিঘিনালা সংবাদদাতা:
তিন পার্বত্য জেলার পাহাড়ি পথে সাজেক থেকে থানচিতে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন সাইক্লিস্টরা। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি বাইক মাউন্টেন প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের ১০০ সাইক্লিস্ট।
মুজিববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় মাউন্টেন বাইক প্রতিযোগিতায় মোট ১০০জনকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এদের মধ্যে পার্বত্যাঞ্চলের প্রতিযোগী ৪৫ জন ও বাকি ৫৫ জন ৬১ জেলা থেকে বাছাইকৃত।
প্রতিযোগিতা উপলক্ষে বুধবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম নিজামী। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বোর্ডের বাস্তবায়ন সদস্য প্রকাশ কান্তি চৌধুরী।
প্রকাশ কান্তি চৌধুরী আরও জানান, এই মাউন্টেন বাইক প্রতিযোগিতা ২৮ ডিসেম্বর সাজেক থেকে শুরু হবে, সাইক্লিস্টসরা প্রথমদিনে ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এসে শেষ করবেন। দ্বিতীয় দিন রাঙামাটি থেকে ৯০ কিলোমিটার পথ অতিক্রম করে বান্দরবান স্টেডিয়ামে গিয়ে শেষ হবে এবং তৃতীয় দিন বান্দরবান থেকে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে।
পুরো প্রতিযোগিতায় অর্ধ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের সাত লাখ টাকার পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এই প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য আশীষ কুমার বড়ুয়া, প্রকাশ কান্তি চৌধুরী ও হারুনুর রশিদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।