llখাগড়াছড়ি প্রতিনিধি ll
খাগড়াছড়ি জেলায় দূর্গম থিংবাকই এলাকা চিত্তাসুখ অনাথ আশ্রমে রোজার এন্ড ভেন হল ফাউন্ডেশন উদ্যোগে ৩ জন বৌদ্ধ ভিক্ষু ও ৩২ জন বৌদ্ধ শ্রমণ এর মাঝে ৩৫ টি কম্বল দান করা হয়।
কম্বল পেয়ে অনাথ আশ্রমে ছোট ছোট বৌদ্ধ শ্রমণ সবাই অত্যন্ত খুশি হয়েছেন।
অনাথ আশ্রম পরিচালক ও খুবই খুশি হয়েছেন। তিনি বলেন, আমার আশ্রমে এতদিন কম্বল চাহিদা তুলনায় কম ছিল৷ তাই এই ঠান্ডায় রাতে ঘুমার সময় অনাথ বাচ্চাদের কষ্ট হত। আজকে আমি অনেক খুশি কম্বল পেয়ে। কম্বল গুলো খুব ভালো মানের। এইবার থেকে এই ঠান্ডায় অনাথ বাচ্চারা খুব আরামে রাতে ঘুমাতে পারবে।
পরে অনাথ আশ্রমের পরিচালক আমেরিকা দাতা পরিবারের জন্য মঙ্গল কামনা করেন, আশির্বাদ প্রদান করেন।
উক্ত এ কম্বল দানের সময়ে মূল উদ্যোক্তা হ্লামংশিন মারমা, উগ্যজাই মারমা,সুইচিং মারমা,সাপ্রু মারমা সহ অনেকের উপস্থিতিতে কম্বল দান করা হয়।
এ সময়ে মূল উদ্যোক্তা হ্লামংশিন মারমা বলেন বর্তমান এ সময়ে খুব ঠান্ডা পরা শুরু হয়েছে। কম্বল দানের ১ম ধাপ সম্পন্ন করলাম। সাধারণ ভাবে পার্বত্য অঞ্চলে হালকা হালকা বাতাস হওয়ায় পাহাড়ে সব থেকে ঠান্ডা পরে থাকে। তিন পার্বত্য জেলায় ঠান্ডা অন্যান জেলা থেকে কম নয়। এই ঠান্ডার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন দাতার পাঠানো অর্থেই কম্বল দানের সিদ্ধান্ত গ্রহণ করেছি।