(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়ি উপজেলায় ২নং মুবাছড়ি ইউনিয়ন মহামুনি পাড়ার সিঙ্গিনালা গ্রামের তথা এলাকার সম্ভাবনাময় একটি উজ্জ্বল নক্ষত্র,কৃতি সন্তান “স্বপ্নের পাঠশালা”র প্রতিষ্ঠাতা বাবু নিংপ্রুচাই মারমা ২৬ ডিসেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
উল্লেখ্যে যে ক্ষনজন্মা এই মেধাবী, উচ্চ শিক্ষিত, ভদ্র মার্জিত, সামাজিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এ মানুষটি দীর্ঘদিন ধরে ক্যান্সার নামক মরণব্যাধির সাথে লড়াই করেও মারমা সমাজকে বদলে দিতে এগিয়ে এসেছিলেন কিন্তু এ ধরাধামের সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত নিয়মে জন্মিলে মরিতে হবে।
তাই মেধাবী মানুষকে স্বীকৃতি দিতে শেষ যাত্রার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও প্রতিবেশী অশ্রুসিক্ত নয়নে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
আজ পারিবারিক সিদ্ধান্তে শ্মশানে ৩.০০ দাহক্রিয়া সম্পন্ন করা হয়।