কাউখালী প্রতিনিধি,রাঙ্গামাটি।
দিলোয়ারা আক্তার।
২৬ ডিসেম্বর ২০২০ রাঙামাটি জোন সমুন্নত বিশেষ আয়োজনে কাউখালী সেনা ক্যাম্পের বাস্তবায়নে কাউখালী উপজেলা পরিষদের মাঠপ্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম শরীফ।অনুষ্ঠানে কাউখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত অসহায় গরীব ও দুঃস্থ পরিবারের সদস্যদের শীতবস্ত্র গ্রহণ করে।কাউখালী উপজেলার গরীব অসহায় ৪০জনের মাঝে শীতের কম্বল এবং ৮০ জন শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়।
গরীব অসহায়দের শীত নিবারণ করার উদ্দেশ্যে রাঙ্গামাটি জোন এর আওতায় শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করা হয়।কাউখালী উপজেলার সেনা ক্যাম্প কমান্ডার এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।