রাঙামাটি নিউজ ২৪ ডটকম
লোহাগাড়ায় বাড়ির টিন কেটে আনন্দ মোহন ধর (৬৫ ) নামে এক বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। ২৫ নভেম্বর ( বুধবার) দিনগত গভীর রাতে উপজেলার উত্তর আমিরাবাদ ইউনিয়নের বণিক পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত আনন্দ মোহন ধর ওই এলাকার মৃত সচীন্দ্র ধরের পুত্র। এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত ছেল লিটন ধর পলাতক রয়েছে।
প্রতিবেশী আখি ধর বলেন ঘটনার দিন রাত ১০ টার দিকে আমার শুশুরকে রাতের খাবার দিয়ে বাড়িতে চলে আসি। সকালে ঘুম থাকে না উঠায় দরজা খুলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ির দরজার পাশে টিন কাটা রয়েছে।
ধরণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় লিটন তার বাবাকে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক লিটনের স্ত্রী ঝিনু ধর জানান আমার স্বামী দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও নেশাগ্রস্ত ছিল। আমি বারণ করলে আমি আমাকে উল্টো নির্যাতন করতো।
নিহতের ভাই মিটন ধর জানান আমি ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম শহরে থাকি। আমার ভাই লিটন একজন মাদকাসক্ত।
এই নিয়ে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে একবার থানায় অভিযোগও করেছিলাম৷ সকালে আমার চাচাত ভাইয়ের মধ্যামে খবর পেয়ে বাড়িতে এসে দেখি এই ঘটনা।
আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুছ জানান সকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
ছেলেটি নেশাগ্রস্থ বলে প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারলাম।প্রায়শই সে তার পিতাকে মারধর করতো। আজ সকালে সে তার পিতাকে নৃশংস ভাবে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ঘটনায় আমারা তদন্ত করে ব্যাবস্থা নিবো।
Somebody essentially lend a hand to make seriously posts I might state. This is the first time I frequented your web page and thus far? I surprised with the research you made to create this actual post amazing. Magnificent job!