(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মুবাছড়ি ইউনিয়ন মহামুনিপাড়ার সিঙ্গিনালা গ্রামের তথা এলাকার সম্ভাবনাময় একটি উজ্জ্বল নক্ষত্র,কৃতি সন্তান “স্বপ্নের পাঠশালা”র প্রতিষ্ঠাতা বাবু নিংপ্রুচাই মারমা আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এই ক্ষনজন্মা তিনি উচ্চ শিক্ষিত, ভদ্র মার্জিত, সামাজিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এ মানুষটি দীর্ঘদিন ধরে ক্যান্সার নামক মরণব্যাধির সাথে লড়াই করে আসছিলেন। শারিরীক অসুস্থতা নিয়েও পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে নেয়া সহ সমাজের আধুনিকতার জন্য কাজ করে গেছেন। তাঁর স্বপ্ন ছিল ঘুণে ধরা সমাজকে আধুনিকতার ছোঁয়ায় ইতিবাচক পরিবর্তন এনে দেয়ার এবং আমৃত্যু তিনি সে চেষ্টা করে গেছেন।
সিঙ্গিনালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথুই কার্বারী বলেন সে ছাত্র হিসেবে পরিশ্রমী মেধাবী ছিলেন। মরনব্যাধী ক্যান্সারে আত্মীয় স্বজন সহ সকলকে ছেড়ে গেছে। পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাই। আশা করি সমাজের দায়িত্বশীল মানুষেরা তাঁর স্বপ্ন ও সদিচ্ছা বাস্তবায়নে সচেতনতায় অগ্রনী ভূমিকা পালন করবেন।
নিংপ্রুচাই মারমার প্রয়াণে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল’র সভাপতি মোঃ জসিম উদ্দিন ও প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক/শিক্ষিকাগণ গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।