বোয়ালখালী ( চট্টগ্রাম ) থেকে আব্দুর রহমান।
কথায় আছে চীনের দুঃখ নাকি হোয়াংহো নদি, আর চট্টগ্রামের বোয়ালখালী বাসীর দুঃখ কালুরঘাট রেলওয়ে ব্রিজ। দীর্ঘদিন যাবৎ বোয়ালখালীর অধিবাসীরা একটাই দাবি করে আসছে বালুরঘাটের একটা দুই লাইন বিশিষ্ট ব্রিজ কিন্তু দুঃখে যাদের জীবন গড়া তাদের দুঃখ গোছানোর কেউ নাই। উপরের ছবিতে যেই দৃশ্যটি দেখা যাচ্ছে তাতে স্পষ্টভবে বোঝা যায় যে একটি বিকল সিএনজি টেম্পুকে বেশ কয়েকজন মানুষ মিলে ধাক্কা দিয়ে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে আর পিছনে সারি সারি গাড়ি লাইন ধরে কচ্ছপের মত ওই বিকল গাড়ির সাথে পার হচ্ছে। এই পাড়ের অপেক্ষমান জনগণ আদৌ জানে না ওইপারে কি হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষার পর তারা দেখতে পেল একটি সিএনজি টেম্পু যা বিকল হয়ে আছে ৬/৭ জন লোক গাড়িটিকে ধাক্কা দিয়ে পার করাচ্ছে ।
এভাবেই চলে বোয়ালখালীর সাধারণ মানুষের নিয়মিত পাড়াপার । কখন তাদের দুঃখ লাগব হবে! সরকার কখন তাদেরকে একটা ব্রিজ উপহার দিয়ে তাদের মূল্যবান সময়ের সদ্ব্যবহার হবে তা এখনো জানেনা বোয়ালখালীর জনগণ।
এদিকে চট্টগ্রাম কক্সবাজার রেললাইন নির্মাণ কাজ খুব দ্রুত এগিয়ে চললেও কালুরঘাট সেতুর নিমার্ণ কাজ এখনো শুরু না হওয়াই সাধারণ মানুষ হতাশার মধ্যে ডুবে আছে। যদিও স্হানীয় সাংসদ সবসময়ই এ সেতু নির্মাণ নিয়ে সরকারের উচ্চ মহলে যোগাযোগ রক্ষা করে চলেছেন। স্হানীয় জনগণ আশাবাদী যে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারনে কালুরঘাট সেতু নির্মাণ হবে খুব তাড়াতাড়ি।