বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করা হয়েছে । এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ৩ টি হ্যান্ডসেট মোবাইল,নগত ১৬৯৫ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী।আটককৃতরা হলেন মোঃ দিদার (৩২) ও রিজিয়া বেগম (২৮)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর ) ছয়টার দিকে চৈক্ষ্যং ইউনিয়নের ফুটের ঝিড়ি এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। বিক্রির জন্য মজুদ করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটের ঝিরি অভিযান চালায় সেনাবাহিনী। এসময় তল্লাশি করে ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।আটককৃতরা ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুটের ঝিরির এলাকার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবাসহ আটক দম্পতিকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) মোঃশফিকুর রহমান বলেন, আটককৃতদেরএই মাত্র থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।