টুয়েল চাকমা,নানিয়ারচর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০ বুধবার সকাল ১১.৩০ মিনিটে পার্বত্য মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টাকা ছড়ি গ্রামে গরীব বিধবা ও অসহায় ৫০ পরিবারকে শীতের কম্বল বিতরণ এবং ২৫ জন শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়।
পুকুর ছড়ি পাকা সড়ক হতে প্রায় চার হতে পাঁচ মাইল পাহাড়ি আকা বাকা রাস্তা পেরিয়ে টাকা ছড়িতে শীতের কম্বল বিতরণ করায় অতন্ত্য
খুশি গ্রামের সাধারণ মানুষ।
এসময় উপস্থিত পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সভাপতি বিপন চাকমা, সহ-সভাপতি কিকো দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক শ্যামল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক ধর্মপ্রিয় চাকমা,সহ-সাংস্কৃতিক ও গবেষণা সম্পাদিকা লাকি চাকমা সহ সংগঠনের ৮ জন সদস্য এবং আমন্ত্রিত অতিথি হিসেবে রাঙামাটি হতে সহকারী শিক্ষক মজনু মারমা উপস্থিত ছিলেন টাকা ছড়ি কার্বারী শ্যামল চাকমা সহ টাকা ছড়ি গ্রামের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কিকো দেওয়ান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টাকা ছড়ি গ্রামের কার্বারী শ্যামল চাকমা,মজমু মারমা এবং পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সভাপতি বিপন চাকমা
এসময় টাকা ছড়ি গ্রামের কার্বারী শ্যামল চাকমা বলেন পার্বত্য মানবিক ফাউন্ডেশনের কোনো সরকার নয়, যে সকল মানুষের অভাব আশা পূরণ করা সম্ভব নয় তবে মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে সরকারের পাশাপাশি যথা সম্ভব গরীব অসহায় অসুস্থ রোগী ও পরিবারের পাশে থাকার চেষ্টা করা হয়। সংগঠনের পক্ষ হতে সভাপতি বিপন চাকমা স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার সাথে সাথে ৩০ মিনিট বিতরণের কাজ শেষ করা হয়।
আরো পড়ুন….