অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাপ্তাই উপজেলার স্কুল ছাত্রদের নিয়ে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কর্মশালা বুধবার(২৩ ডিসেম্বর) হতে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যান তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
প্রশিক্ষণে উপজেলার ৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন ছাত্র অংশ নিচ্ছে।
মাসব্যাপী এই ক্রিকেট প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু।।