llইউনুছ আরেফিন ও হাবিব রাঙ্গামাটি থেকেll
রাঙামাটি প্রেসক্লাবের পুণরায় নির্বাচিত সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি ও সেক্রেটারি ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে রাঙামাটিস্থ দৈনিক পূর্বকোণ কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি
ও সেক্রেটারি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নানিয়ারচর প্রেসক্লাবের সভাপতি মাহাদি বিন সুলতান ও সাধারণ সম্পাদক নাজমুল হোসন রনি।
পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা করা হয়,আলোচনায় উঠে আসে দেশ এগিয়ে যাচ্ছে তাই আমাদের দেশমাতা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে সহায্য সহযোগিতা করতে হবে,বর্তমানে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ, সকলকে সচেতন হতে হবে,আমরা যারা গনমাধ্যমকর্মী আছি বিশেষ করে করোনা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংবাদ প্রচার করতে হবে বেশি বেশি।নব গঠিত রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি ও সেক্রেটারি মহোদ্বয় পরিশেষে বলেছেন সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নানিয়ারচর প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি রইল শুভেচ্ছা।