নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
সোমবার ( ২১ ডিসেম্বর ) বিকেলে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ান (র্যাব-১৫) হিজলিয়া পালংগার্ডেন কমিনিউটি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে
রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার আবুল হোসেনের ছেলে পুত্র মোঃ হাশেম (২৯) আটক করে, তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলের্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।