হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নিউচিং মারমা মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অদ্য মঙ্গলবার (২২শে ডিসেম্বর) সকালে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে নবনির্বাচিত রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্যের নিজ বাসভবনে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, হারাধন কর্মকার, মোতালেব হোসেন, নুর মোহাম্মদ সানা, জান্নাত আলী শেখ, নুরুল আলম,মহিদুল মেম্বারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।