অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
সারাদেশে এখন বেড়েছে শীতের প্রকোপ। রাঙ্গামাটি অঞ্চলে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তারই ধারাবাহিকতায় র কাপ্তাই উপজেলাও শীত জেঁকে বসেছে প্রতিটি পল্লীতে। এই অবস্থায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে মানবতার হাত প্রসারিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়নে তিনি দিনের বেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করে আসলেও এবার মধ্যরাতে অসহায় ও শীতার্ত পরিবারের দোয়ারে দোয়ারে গিয়ে তিনি শীতবস্ত্র তুলে দেন।
গত রবিবার(২০ ডিসেম্বর) রাত এবং সোমবার (২১ ডিসেম্বর) তিনি কাপ্তাইয়ের , ওয়াগ্গা, ইউনিয়ন এর বিভিন্ন পল্লী এবং পথের দ্বারে ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন মানুষকে শীতবস্ত্র তুলে দেন। অনেকে মধ্যরাতে উপজেলা প্রশাসনের এই কর্তাব্যক্তিকে পেয়ে হতবাক হন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, পাহাড়ী অঞ্চলে শীতকালে রাত ৯ টা মানে গভীর মধ্যরাত। বেশিরভাগই পাহাড়ে জুমচাষ করে দিনযাপন করা মানুষগুলোর দিন শুরু হয় কাকডাকা ভোরে। সন্ধ্যা নামলেই খাওয়া দাওয়া সেরে ঘুমের প্রস্তুতি নেন তারা।আর বাকি কিছু মানুষের কথা না বললেই না।অব্যবহৃত যাত্রিছাউনী বা বন্ধ দোকানের সামনের ভাংগা চৌকিতে গায়ে পলিথিন মুড়িয়ে থাকা মানুষগুলোকে দেখলে নিজের খুব কষ্ট লাগে। মহান সৃষ্টিকর্তা কত ভালো রেখেছেন আমাদের। নাওয়া খাওয়া নেই,নেই পরিবার পরিজন। কোথা থেকে আসছেন তারা সে খোজ খবরও কে রাখে?এই ছিন্নমুল বা গরীব মানুষগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উষ্ণতার পরশ গায়ে জড়িয়ে দিতেই তাদের হাসিটা প্রাণ কেড়ে নেয়। দুহাত তুলে তারা প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে।
তাভ ওয়াগ্গা ইউনিয়নের মারমা পাড়া ( নতুন পাড়া), ছিড়া বাড়ির গরীব, দু: স্থ, রাস্তার পাশে পড়ে থাকা ছিন্নমূল মানুষগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত কম্বল পৌঁছে দিয়েছি।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, ইউএনও মুনতাসির জাহান এর এই কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে জানান, তিনি একজন মানবিক প্রশাসক হিসাবে সমাজের বিভিন্ন স্বরের মানুষের হ্রদয়ে জায়গা করে নিয়েছেন।