llহাবিব llরাঙ্গামাটিll
রাংগামাটি সরকারি কলেজের নব নির্মিত একাডেমিক -কাম- এক্সামিনেশন হল,মহিলা হোস্টেলের ভবনের শুভ উদ্বোধন করেন জনাব দীপংকর তালুকদার এমপি সভাপতি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় সংসদ জনাব দীপংকর তালুকদার মহোদয়ের অনুমতিক্রমে
প্রফেসর জনাব মোঃ মঈন উদ্দীন মহোদয়
অধ্যক্ষ, রাংগামাটি সরকারি বিশ্বাবিদ্যালয় কলেজ।শুভ উদ্বোধন করেন।
এইদিকে জনাব দীপংকর তালুকদার এমপি এর বোন রাংগামাটি সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মারা যাওয়ায় তিনি উপস্থিত হতে পারেন নি বলে জানা গেছে।তাই অত্র কলেজের অধ্যক্ষ কে উদ্বোধন করার জন্য অনুমতি প্রদান করেন।
এসময় কলেজের অধ্যক্ষ বক্তব্যে সাবেক অধ্যক্ষের মৃত্যতে শোক জ্ঞাপন করেন এবং ১ মিনিট নিরবতা পালন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাংগামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ সহ কলেজের বিভিন্নজন বিভাগের শিক্ষক গন ও কলেজের কর্মচারী বৃন্দ।আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের ছাত্রলীগ,ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরিশেষে,দোয়া প্রার্থনার মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সমাপ্তি হয়।