(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ৯ওয়ার্ডের ২৫২ নং থলিপাড়ার মৌজার থলিপাড়ার ২৪ মাইল এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত সেনা সদস্য তিনি কর্পোরাল দোলাপ্রু মারমা আজ ১৯ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৬.৩০ ঘটিকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিক কারণে মৃত্যুবরণ করেন। তাই অবসরপ্রাপ্ত কর্পোরাল সেনা সদস্য দোলাপ্রু মারমার যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে মহালছড়ি সরকারি কলেজের গেইট সম্মুখ সংলগ্ন এলাকার যৌথ শশ্মানে বিকাল ৪.০০ ঘটিকায় মহালছড়ি জোন কর্তৃক আনুষ্ঠানিকভাবে মরণোত্তর সশস্ত্র সালামসহ অন্তোষ্টিক্রিয়ার সকল অনুষ্ঠান পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমে অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালীন সেনাবাহিনীর অফিসার সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, মৃত সেনা সদস্যের পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং মৃতের পরিবার সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্যে যে,দোলাপ্রু মারমা(৭০), পিতাঃ মৃত উলাপ্রু মারমা, গ্রাম: ২৪মাইল পোস্ট: মহালছড়ি। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্টিলারি কোর এ সৈনিক পদে যোগদান করেন এবং ১৯৯৪ সালে কর্পোরাল পদবীতে ৫ এডি রেজিমেন্ট আর্টিলারী হতে অবসর গ্রহন করেন।
আজ মহতী কার্যক্রম শেষে তার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়।