কক্সবাজারের উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ২লাখ ৮১ হাজার টাকাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫।
২৮ আগষ্ট (শনিবার) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এন্ড অপারেশন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব তাদের আটক করে। আটক মাদক কারবারিদের দেহ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও নগদ ২ লাখ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো জামতলী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১৫’র সাব ব্লক ডি ৯’র নুর উদ্দিনের ছেলে আসমত উল্লাহ (২৯), কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-২’র ডি ব্লকের মোঃ বাদুর ছেলে মোহাম্মদ রফিক (২৩) ও বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ এর ব্লক ৫৩ এর মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোহাম্মদ কাশিম (৪৩) (রোহিঙ্গা) এবং বালুখালী জুমের ছড়া এলাকার শাহ আলমের ছেলে মিজানুর রহমান (২০)।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।