“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে সফল মৎস্যচাষীদের পুরষ্কার প্রদান এবং সুফল ভোগীদের মৎস্যচাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) সকালে রাঙ্গামাটির মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী উপকেন্দ্রের মিলনায়তন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন, পাবর্ত্য জেলা পরিষদের মৎস্য বিষয়ক আহ্বায়ক ও সদস্য মোঃ আব্দুর রহিম।
এছাড়া রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা প্রমূখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি জেলা মৎস্য অফিস কর্তৃক কাপ্তাই লেকে বিএফডিসি ঘাটে কার্প জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে সফল মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান এবং সুফল ভোগীদের মৎস্যচাষের উপকরণ বিতরণ করা হয়।