কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তান্তর করেছে এক হতদরিদ্র চিকিৎসা বঞ্চিত হতে চলা ব্যক্তিকে।২৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬ টার দিকে পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আহত ব্যক্তির স্ত্রী খুরশিদা বেগমের হাতে চেকটি তুলে দেন চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।
জানা গেছে, পালংখালী ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ডের পশ্চিম বালুখালীর বাসিন্দা মৃত মনজুর আহমদের পুত্র মুহাম্মদ সোলেমান (বাদশা) সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম যাওয়ার পথে দোহাজারী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়ে দীর্ঘদিন ধরে পঙ্গু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।পর্যাপ্ত অর্থ ব্যবস্থা সংকুলানের কারণে প্রয়োজনীয় চিকিৎসা বঞ্চিত হতে চলছিলেন।তাঁর চিকিৎসা সহায়তা ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক বিতরণকালে ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রহিম রাজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।