অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব। শনিবার সকালে তিনি কাপ্তাই পুলিশ ফাঁড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন এবং বৃক্ষরোপন করেন। পরে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব উক্ত ফাঁড়ির অফিসার ও ফোর্সদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান, এসআই পীযুষ কান্তি দাস সহ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।