আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে আবদুল মান্নান ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
১৮ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় জয়পুর পূর্ব জোয়ার বাগান বাড়ী ষ্টোর সংলগ্ন মাঠে
সামসুউদ্দীনের সঞ্চালনায় এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবদুল মান্নান জানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন, সারোয়ার হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইফ উদ্দিন, সমাজসেবক মাহফুজুর রহমান, আবুল কাশেম, মাসুদ প্রমুখ।
খেলায় ক্রিয়েটিভ ক্লাব ২-০ সেটে ইবাদ স্পোর্টসকে হারিয়ে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়।