মংহাইথুই মারমা, রুমা(বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানে রুমা উপজেলায় গালেঙ্গ্যা ইউনিয়নের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় অনুমানিক ৭টার দিকে ৪নং গালেঙ্গ্যা ইউনিয়নের বাগান পাড়ার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হ্লাচিং মারমা (১৯)। তিনি রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাগান পাড়ার গ্রামের বাচউ মার্মা এর ছেলে।
তার মা-বাবা জানান, সন্ধ্যা দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। পরে বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করে তাকে রাত্রে পাওয়া যায় নি। পরের দিন সকালে তার বাগান পাড়ার নিকটস্থে একটি পুকুরের মাঝে তার মরদেহ পানিতে ভাস্যমান অবস্হায় পাড়ার লোকজন দেখতে পাই,পরে তাকে উদ্ধার করে।
মৃত ব্যক্তির মৃগি রোগ/খিসুনি রোগ ছিল বলে তার মা-বাবা ও পাড়ারবাসীরা জানিয়েছেন।
মৃত.ব্যক্তির পরিবার রুমা থানায় বিষয়টি জানালে পরে রুমা থানা থেকে মোঃ কাজী রাকিব উদ্দিন, ওসি তদন্ত ও এসআই মোঃ আতিকুর ইসলাম এর নেতৃত্বে পুলিশ কনস্টেবল ৪জনসহ পাড়াতে গিয়ে মৃত্যুর সঠিক তদন্ত করে সঠিক তদন্তে জানা য়ায় মৃত হ্লাচিং সন্ধ্যা পুকুরে গেলে তার পুকুরে থাকা অবস্থায় খিসুনি রোগ ওঠে, পরে খিসুনি রোগের কারনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।