অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে নিয়ে কাপ্তাই থানার উদ্যোগে চন্দ্রঘোনায় বিট পুলিশিং কার্যক্রমের উপর এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকালে। ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম সিবিএ কার্যালয় প্রাঙ্গনে উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য নিহার রঞ্জন তনচংগার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন। এসময় অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইনুল ইসলাম সুমন, আবুল হাসনাত খোকন, ফুসকারা বেগম, হোসনে আরা, নয়ন আক্তার সহ স্থানীয় এলাকাবাসী।
উক্ত বিট পুলিশিং সভায় উপস্থিত জনসাধারন সাম্প্রতিক চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। পরে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এবং এক্ষেত্রে স্থানীয় জনসাধারন ও জনপ্রতিনিধিদের সহযোগীতা কামনা করেন।