মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যেয়ে বান্দরবানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ(২৫আগষ্ট) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু পাঠাগারে জেলা আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা মারমা সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদে হুইপ ও আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সভায় বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, আওয়ামীলীগের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির পিতা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়ে তোলা সেই সোনার বাংলাদেশে ষড়যন্ত্র পরিকল্পনা কারীদের ধুমড়ে মুছড়ে দিয়ে দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সকল কর্মীদের আরো অগ্রনী ভুমিকা রাখতে কাজ করতে হবে।
বক্তব্যে আরো বলেন, দেশ ও জাতির জন্য সরকার দিন রাত কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের গ্রাম গঞ্জে মহল্লায় প্রত্যেকটি স্থানে নেত্রী ছোঁয়া লেগেছে বলে আজ বাংলাদেশ ডিজিটাল রুপে ধারণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ক্যশৈহ্লা মারমা, সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, মংক্যচিং চৌধুরী, একে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মো. মোজাম্মেল হক বাহাদুর, ক্যসাপ্রু, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, যুবলীগে আহবায়ক কেলুমং মারমা, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।