শ.ম.গফুর, উখিয়া, কক্সবাজার:
উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে জড়িত কাউকে আটক করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইম উল হক।
সূত্রমতে, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাভুক্ত রোহিঙ্গা ক্যাম্প-১(ইস্টে)’র বি ব্লকের রাস্তার আশপাশে অবৈধ স্থাপনা গড়ে উঠে। সংশ্লিষ্টদের একাধিকবার সতর্ক করার পরও গুরুত্ব দেয় নি। অবশেষে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়েছে।
এপিবিএন-এর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রোহিঙ্গা ক্যাম্প-১( ইস্টে) সিআইসি মোঃ আফতাবুজ্জামান। অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত কাউকে আটক বা সাজা প্রদান করা হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইম উল হক।