আলীকদম (বান্দরবান ) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম নয়াপাড়া এলাকা থেকে ৫০টি ইয়াবা নিয়ে ইমরান শরিফ (ছোট্টু) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ আগষ্ট) রাত সাড়ে আটটায় নয়াপাড়া দুলালের দোকানের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।আটককৃত ইমরান শরিফ নয়াপাড়া ইউনিয়নের বাগান পাড়ার বাসিন্দা আলী হায়দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রেতা ইয়াাবা বিক্রির জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাছির উদ্দিন সরকার ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,ইমরান শরিফ ছোট্টু নামের একযুবকের দেহ তল্লাশি করে ৫০ টি ইয়াবা ও নগদ ৩ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।