(রিপন ওঝা, নিজস্ব প্রতিনিধি)
খাগড়াছড়ির মহালছড়িতে আজ ২১আগস্ট রোজ শনিবার বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে সীমিত পরিসরে জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার বিকাল ৫.০০ ঘটিকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধুর বাংলায় রাজাকার, সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাই নাই” প্রতিপ্রাদ্য দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন।
উক্ত সময়ে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চিন্তা হরণ শর্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনজিত দাশ।
উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের নেপথ্যে কারা ছিলো, কারা ষড়যন্ত্র করেছিলো সে বিষয়ে এখনো তদন্ত হয়নি। তদন্তপূর্বক ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।