অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দীন সুমন, কাপ্তাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তানভির আহমেদ, উপজেলা মহিলা লীগ সভানেত্রী মনোয়ারা জাহান, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দীন আহমেদ, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার আলম, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেথোয়াই মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউছুফ তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল দে, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য থোয়াই অং মারমা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফসহ ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাকসুদুর রহমান বাবুল,উপজেলা আওয়ামী লীগ অর্থ সম্পাদক আবদুল মান্নান মনা,উপজেলা আওয়ামী লীগ ত্রান বিষয়ক সম্পাদক মোঃ হানিফ বাবুল,উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ নজরুল ইসলাম লাভলু ও উজ্জল ভট্টাচার্য্য প্রমুখ।
বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিরোদ্ধে দ্রুত রায় কার্যকর করার দাবী জানান।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জোট সরকারের সহায়তায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায় একটি জঙ্গী সংগঠন।হামলায় দলীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন দলীয় নেতাকর্মী নিহত এবং প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়।