মংহাইসিং মারমা;বান্দরবান প্রতিনিধিঃ
২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন কর্মসুচী পালন করছে বান্দরবান পৌর আওয়ামী লীগ।
শনিবার ২১ আগস্ট সকালে পৌর শহর আওয়ামীলীগ আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু মঞ্চে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জেলা আওয়ামীলীগ, পৌর শহর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সকল সহযোগী দল অংশগ্রহনের মধ্য দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ এর সভাপতি অমল কান্তি দাশ,সহ-সভাপতি মো.মহসিন, মো.ইছা, মো.আবুল বশর, সাধারণ সম্পাদক মো: সামসুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো.কামাল পাশা, প্রচার সম্পাদক আনন্দ দাশ,অর্থ সম্পাদক রাজীব বড়ুয়াসহ কর্মসুচীতে জেলার বিভিন্ন অঙ্গ- সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই দিকে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করছে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।