খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি, পানছড়ি,খাগড়াছড়ি কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ করা হলো।
১৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টার সময় শিল্পকলা একাডেমির নিজ ভবনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ওসি তদন্ত জনাব কামরুজ্জামান মহোদয়।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিক্ষক ও শিল্পী জনাব থোয়াই অঙ্গ চৌধুরী, বিশিষ্ট গীতিকার ও আবৃত্তি শিল্পী জনাব বাবুল কায়সার, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী জনাব সুমন পাল,বিশিষ্ট সংগীত শিল্পী ও শিক্ষক খুরশিদা বেগম,নৃত্য প্রশিক্ষক জয়শ্রী চাকমা।