উচহ্লা মারমা; লামা(বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজার চকরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দিন নোবেল (৪২) নামক ছাত্রলীগের এক সাবেক নেতা নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও পাঁচজন।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটনাটি ঘটে।
নাছির উদ্দিন নোবেল সিকদার পাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। নোবেল আসন্ন পূর্ব বড় ভৈওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক, ও চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় জড়িতদের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং দোষীদের যথাযথ ভাবে আইনের প্রক্রিয়ায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।