মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
খাগড়াছড়ির মানিকছড়িতে উৎপাদিত ৩ হাজার লিটার চোলাই মদ পাচারকালে মো. ফারুক হোসেন (২৯) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ আগস্ট) রাতে সিএনজি যোগে ১২০ বোতলে ৩ হাজার লিটার চোলাই মদ (বাংলা মদ) নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন মো. ফারুক হোসেন (২৯) নামক এক মাদক ব্যবসায়ী। সে উপজেলার গাড়ীটানা এলাকার আবুল কাশেম এর ছেলে। উপজেলার শেষ সীমান্ত ফটিকছড়ির নয়াবাজারস্থ ফরেন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা একটি সিএনজির গতিরোধ করে তা আটক করেন।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে আটকৃত আসামী মো. ফারুক হোসেন (২৯) এর বিরুদ্ধে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।