খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিদায়ী ও নবাগত অফিসার ইনচার্জের সম্মানে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট সোমবার সকাল ১০ টার সময় পানছড়ি থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়।
নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ আনচারুল করিম এর সভাপতিত্বে ও পানছড়ি থানার আরেক জন বিদায়ী এসআই লিটন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার বিদায়ী অফিসার ইনচার্জ জনাব মোঃ দুলাল হোসেন।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য বাহার মিয়া,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক জনাব বিজয় কুমার দেব, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজির হোসেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অলি আহমেদ,উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম,বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম সহ প্রমুখ।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ জনাব মোঃ দুলাল হোসেন।
এই সময় তারা পরস্পরে নবাগত অফিসার ইনচার্জ ও বিদায়ী অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন এবং ক্রেস্ট প্রদান করেন।