মহেশখালী রেঞ্জের আওতাধীন শাপলাপুর বন বিটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন উদ্বোধন হয়েছে। ১৫ই আগষ্ট সকাল ১১টায় শাপলাপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার আঙ্গিনায় টেকসই বন ও জীবিকা প্রকল্পের ২০২০-২১ এর অর্থায়নে বিট অফিসার রাজিব উদ্দিন ইব্রাহীমের নেতৃত্বে বৃক্ষ রোপন উদ্বোধন হয়।
বৃক্ষ রোপন উদ্বোধনে উপস্থিত ছিলেন-বিট অফিসের স্টাফ মোঃ শাহজাহান, বানেশ্বর দত্ত, জীবন কান্তি চাকমা, আমজাদ হোসেন, প্রেমানন্দ সহ বিট অফিসার রাজিব উদ্দিন ইব্রাহীমের সঙ্গীয় স্টাফ গন উপস্থিত ছিলেন। শাপলাপুর বিট কর্মকর্তা রাজিব উদ্দিন ইব্রাহিম বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২০ হাজার বনজ, ফলজ সহ বিভিন্ন জাতের চারা বরাাদ্দ পেয়েছি।
আমরা শাপলাপুুর ইউনিয়ন পরিষদ ও ইসলামীয়া আলিম মাদ্রাসার আঙ্গিনায় বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে কার্যত্রুম শুরু করেছি। ধারাবাহিক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও এলাকায় বৃক্ষ রোপন করা হবে।