নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনা,ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন’র নেতৃত্বে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স সহ ১৫ আগষ্ট রাত ৮টা ২০ মিনিটের দিকে ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডের আলুগোলা মাঠের পাশে মসজিদের সামনে ইটের রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে
জুবায়ের ওরপে লালু মিয়া নামের এক রোহিঙ্গা মাদককারবারীকে আটক করে।এসময় ধৃতের কাছ থেকে ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ২লাখ ৮২ হাজার টাকা।
আটক মোঃ জুবায়ের ওরপে লালু মিয়া(২৮)উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ স্থ ব্লক-নং এ/১’র মৃত মোঃ হাসেমের পুত্র, হেড মাঝি- আব্দুল গনি, শেড মাঝি- মোহাম্মদ রফিকের অধীনস্থ আশ্রিত রোহিঙ্গা।
ধৃতের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।