মোঃ গোলামুর রহমান, লংগদু:
রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো তিনটি মুদি মাল,চা দোকানসহ বিএনপির ক্লাব।
রবি বার (১৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১ টার সময় হঠাৎ ভাই বোন ছড়া বাজারে আগুনের এমন মর্মান্তিক ঘঠনা ঘঠেছে।
স্থানীয় ও দোকান মালিক ইব্রাহিম সূত্রে জানাযায়, গত রাত প্রায় ১ টার সময় আমার পাশের দোকান হানিফের দোকান, ওনার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কি ভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লেগেছে।এতে তিনটি দোকান, বিএনপি ক্লাব, বাজারের কিছু কাঠ, পুড়ে যায়। স্থানীয়দের প্রায় তিন ঘন্টা আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
আগুনে একবারেই নিঃশেষ হয়েছে ঈমান আলী, খলিল ও আবু হানিফ, তাদের তিনটি দোকান একেবারেই পুড়ে ছাই হয়েগেছে।