লোহাগাড়া প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্হপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট বিকেলে বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহাজাহান বিন আবদুল আজিজ।
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধার সম্পাদক মোঃ সোহেল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ সাংসদের ভাগিনা ওবাইদুল হক, সহ – সভাপতি মোঃ ইকবাল, আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন, মোঃ আয়ুব, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, মোঃ জোবায়র, প্রচার সম্পাদক মোঃ শাকিল চৌধুরী, দপ্তর সম্পাদক এম.এস.কে.খোকা, উপ- দপ্তর সম্পাদক রিদুয়ার, লোহাগাড়া ইউনিয়নের সভাপতি রাশেদুর ইসলাম, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, আধুনগর ইউনিয়নের সভাপতি দিদালুর আলম, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, চরম্বা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দিদার, চুনতি ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম উদ্দিন, পদুয়া ইউনিয়নের সভাপতি মোঃ কাউছার উদ্দিন, ছাত্রলীগ নেতা মাঈনুল আলম।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া বাইতুর শরফ জামে মসজিদের ইমাম মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।