বিশেষ প্রতিনিধি রাঙ্গামাটি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ও ভাষ্কর্যে পুস্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি- দীপংকর তালুকদার এমপি মহোদয় ও সাধারণ সম্পাদক- হাজী মুহাম্মদ মুছা মাতব্বর সহ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি প্রকৌঃ আ.জ.ম এরশাদুল হক মন্ডল এবং প্রকৌশলী নেতৃবৃন্দ।
সকাল ০৯.০০ ঘঠিকার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতির পিতার ম্যুরালে পুস্পার্ঘ্য অর্পণ এবং সকাল ০৯.৩০ ঘঠিকার মধ্যে জাতির পিতার ভাষ্কর্যে পুস্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা- দীপংকর তালুকদার এমপি মহোদয় সহ শ্রদ্ধা নিবেদন।