১৫ই আগস্ট জাতীয় শোক দিবস! হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে বাঘাইছড়ি”র উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
হৃদয়ে বাঘাইছড়ির ২০ তম ব্লাডগ্রুপিং ক্যাম্পেইনে প্রায় শতাধীক সাধারণ জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান জানান বাঘাইছড়ি উপজেলায় বর্তমানে প্রচুর রক্তশূন্যতা জনিত রুগী রয়েছে যাদের প্রায় নিয়মিত রক্তের প্রয়োজন হয় আর তাই রক্তদাতা তৈরী করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন জাতীয় দিবসে ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করে থাকি। ভবিষ্যতেও এই কার্যক্রমটি চলমান থাকবে বলে আশা রাখি।
উক্ত কার্যক্রমটি হৃদয়ে বাঘাইছড়ির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার রাকিব এর পরিচালনায় উপস্থিত ছিলেন মোঃ মামুন উদ্দিন, তৈয়বুর রহমান, মোঃ মজিবর রহমান, মোঃ রবিউল হোসেন, মোঃ ওমর ফারুক, হালিমা আক্তার প্রমুখ।